১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

হাইয়েস গাড়ী নিয়ে ডাকাতির প্রম্তুতিকালে ৪ জন ডাকাত গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • 41

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম 

চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ডাকাত দলের কিছু সক্রিয় সদস্য চকরিয়া পৌরসভার চকরিয়া সাব রেজিস্টার অফিসের পেছনে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে চকরিয়া থানা আভিযানিক পুলিশ দলের সদস্য এস আই আবুল খায়ের,

এএসআই দেবু মজুমদার, এএসআই খলিল, এএসআই আল-আমিন ও সঙ্গীয় ফোর্স সহকারে রাত ১২ঃ৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হইলে ডাকাত দলের সদস্যগণ পালানোর চেষ্টাকালে ০৪ জন ডাকাতকে ধৃত করা হয়। নাম যথাক্রমে

১। সেলিম(৩৫), পিতা- মৃত কালু মিয়া, মাতা-মৃত আছমা বেগম, সাং- ০৯ নং ওয়ার্ড, চৌয়ারফাড়ি, সাহারবিল ইউপি,

২। নাছির উদ্দিন (৪৫), পিতা-মৃত আলী আহম্মদ, মাতা-মৃত রোকেয়া বেগম, সাং- ০৯ নং ওয়ার্ড, ইলিশিয়া, পশ্চিম বড় ভেওলা ইউপি,

৩। তৌহিদুল ইসলাম(২৪), পিতা-আকতার আহম্মদ, মাতা-সাজেদা বেগম, সাং-ঈদমণি,০১ নং ওয়ার্ড, পূর্ব বড় ভেওলা ইউপি, ৪। আব্দুল্লাহ আল নোমান প্রঃ শাহীন প্রঃ সাজ্জাদ(২১), পিতা- নুরুল আমিন প্রঃ নুরু, মাতা- ছাবেকুর নাহার, সাং- কোরালখালী, ০৯নং ওয়ার্ড, সাহারবিল ইউপি, সর্বথানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

থানার পিসি পি আর ও সিডিএমএস যাচাই করিয়া নাছির উদ্দিন(৪৫) এর বিরুদ্ধে কক্সবাজার জেলার ১। চকরিয়া থানার মামলা নং-৩২, তাং-২২/০২/২০২৫ ইং, জি আর-৯১/২৫, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ দঃবিঃ, ২।

চন্দনাইশ থানার মামলা নং-২০, তাং-২৪/০৮/২০১৮ ইং, জি আর-২২১/১৮, ধারা-৩৯৯/৪০২, পেনাল কোড ১৮৬০ দঃবিঃ, ৩। চন্দনাইশ থানার মামলা নং-২১, তাং-২৪/০৮/২০১৮ ইং, জি আর-২২২/১৮, ধারা-১৯(এ) ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাসমূহ ও আব্দুল্লাহ আল নোমান প্রঃ শাহীন প্রঃ সাজ্জাদ এর বিরুদ্ধে ১। মহেশখালী থানার মামলা নং- ১৩, তারিখ- ০৯/০৫/২১ইং, জিআর- ১২২/২১, ধারা- ৪৫৮/৩৮০ পেনাল কোড, ২। মহেশখালী থানার মামলা নং- ০৬, তারিখ- ০৫/০৬/২১ইং, জিআর- ১৪৮/২২, ধারা- ৩৭৯/৪১১/১০৯ পেনাল কোড পরিলক্ষিত হয়।

উপরোক্ত আসামীগন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এরা বিভিন্ন জেলায় ডাকাত দলের সম্বনয়ে বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে। ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি হাইয়েস (মাইক্রোবাস) গাড়ি উদ্ধার আছে। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

২০১৮ সালে সংসদে যাওয়া দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির মশাল মিছিল

হাইয়েস গাড়ী নিয়ে ডাকাতির প্রম্তুতিকালে ৪ জন ডাকাত গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশের সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম 

চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ডাকাত দলের কিছু সক্রিয় সদস্য চকরিয়া পৌরসভার চকরিয়া সাব রেজিস্টার অফিসের পেছনে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে চকরিয়া থানা আভিযানিক পুলিশ দলের সদস্য এস আই আবুল খায়ের,

এএসআই দেবু মজুমদার, এএসআই খলিল, এএসআই আল-আমিন ও সঙ্গীয় ফোর্স সহকারে রাত ১২ঃ৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হইলে ডাকাত দলের সদস্যগণ পালানোর চেষ্টাকালে ০৪ জন ডাকাতকে ধৃত করা হয়। নাম যথাক্রমে

১। সেলিম(৩৫), পিতা- মৃত কালু মিয়া, মাতা-মৃত আছমা বেগম, সাং- ০৯ নং ওয়ার্ড, চৌয়ারফাড়ি, সাহারবিল ইউপি,

২। নাছির উদ্দিন (৪৫), পিতা-মৃত আলী আহম্মদ, মাতা-মৃত রোকেয়া বেগম, সাং- ০৯ নং ওয়ার্ড, ইলিশিয়া, পশ্চিম বড় ভেওলা ইউপি,

৩। তৌহিদুল ইসলাম(২৪), পিতা-আকতার আহম্মদ, মাতা-সাজেদা বেগম, সাং-ঈদমণি,০১ নং ওয়ার্ড, পূর্ব বড় ভেওলা ইউপি, ৪। আব্দুল্লাহ আল নোমান প্রঃ শাহীন প্রঃ সাজ্জাদ(২১), পিতা- নুরুল আমিন প্রঃ নুরু, মাতা- ছাবেকুর নাহার, সাং- কোরালখালী, ০৯নং ওয়ার্ড, সাহারবিল ইউপি, সর্বথানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

থানার পিসি পি আর ও সিডিএমএস যাচাই করিয়া নাছির উদ্দিন(৪৫) এর বিরুদ্ধে কক্সবাজার জেলার ১। চকরিয়া থানার মামলা নং-৩২, তাং-২২/০২/২০২৫ ইং, জি আর-৯১/২৫, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ দঃবিঃ, ২।

চন্দনাইশ থানার মামলা নং-২০, তাং-২৪/০৮/২০১৮ ইং, জি আর-২২১/১৮, ধারা-৩৯৯/৪০২, পেনাল কোড ১৮৬০ দঃবিঃ, ৩। চন্দনাইশ থানার মামলা নং-২১, তাং-২৪/০৮/২০১৮ ইং, জি আর-২২২/১৮, ধারা-১৯(এ) ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাসমূহ ও আব্দুল্লাহ আল নোমান প্রঃ শাহীন প্রঃ সাজ্জাদ এর বিরুদ্ধে ১। মহেশখালী থানার মামলা নং- ১৩, তারিখ- ০৯/০৫/২১ইং, জিআর- ১২২/২১, ধারা- ৪৫৮/৩৮০ পেনাল কোড, ২। মহেশখালী থানার মামলা নং- ০৬, তারিখ- ০৫/০৬/২১ইং, জিআর- ১৪৮/২২, ধারা- ৩৭৯/৪১১/১০৯ পেনাল কোড পরিলক্ষিত হয়।

উপরোক্ত আসামীগন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এরা বিভিন্ন জেলায় ডাকাত দলের সম্বনয়ে বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে। ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি হাইয়েস (মাইক্রোবাস) গাড়ি উদ্ধার আছে। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।