
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ‘জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল বার স্থানীয় লতিফা গেসট হাউসে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সুনামগঞ্জ সদর পিএফজি ও ওয়েভ সদস্যরা অংশগ্রহণ করেন।
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালায় জেন্ডার ও সেক্স, জেন্ডার সমতা ও ন্যায্যতা, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য, এসব বিষয়ের কারণ ও প্রতিকার এবং নারীর সমাজে অবদান নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা ও কুদরত পাশা।
এ সময় পিএফজি সদস্য বীর মুক্তিযোদ্ধ আবু সুফিয়ান, লেকখ ও কলামিষ্ট সুখেন্দু সেন, পিস এম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ, মাহবুবুল হাসান শাহীন, নারী এম্বসেডর শাহীনা চৌধুরী রুবি, সমন্বয়কারী ফজলুল করিম সাইদ, পিএফজি সদস্য হাফেজা ফেরদৌস লিপন, খাদিজা বেগম কলি, প্রতিমা রানী দাশ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি ডেনিস চক্রবর্তী, মাওলানা ফয়জুন নূর ফয়েজ, বৌদ্ধ ধর্মের প্রতিনিধি বিটু বড়ুয়া, নুরুল হাসান আতাহের, রিনা আক্তার, তৃষ্ণা আক্তার রুশনা, সেলিনা আবেদিন, আমিনুল হক, কর্ণ বাবু দাস, প্রিয়াংকা, নারী শান্তি সহায়ক দলের শিল্প বেগম, অদিতি গুণ, অনন্যা তালুকদার প্রমূখ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “সমাজে টেকসই শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের আগে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। নারীর প্রতি বিদ্যমান বৈষম্য ও সহিংসতা দূর করতে জেন্ডার সচেতনতা অপরিহার্য।” তাঁরা আরও বলেন, “সংঘাত নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সমতার ভিত্তিতে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলা



























