
কুমিল্লার দেবীদ্বারে পারিবারিক বিরোধ নিষ্পত্তি করতে আসা বিচারক মো. শাহ আলম নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার রায় না মানায়,ঘটনাটি ঘটে দেবীদ্বার উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিন ইউনিয়নের কাসারীখোলা গ্রামে।
স্থানীয়রা জানান, শাহআলম পুলিশ প্রভাবশালী হওয়ায় , নিছক ঘটনায় সরকারী রাস্তা কেটে ও বেড়া দিয়ে ১০ পরিবারকে অবরুদ্ধ করে রাখে। ওরা অটো চালক, সড়ক বন্ধ থাকায় জীবীকা নির্বাহে অটো নিয়ে রাস্তায় বেরুতে পারছেনা।
রোববার বিকেলে ঘটনাস্থল সরেজমিনে যেয়ে স্থানীয় ও বিবাদমান দুই পক্ষের সাথে কথা বলে জানা যায়.- পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে বিচারক মো. শাহআলম নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার রায় না মানায়, সরকারি রাস্তা কেটে ও বেড়া দিয়ে বন্ধ করে ১০ পরিবারকে জিম্মী করে রাখার কথা জানা যায়।
কাশারীখোলা গ্রামের মৃতঃ আব্দুর রবের পুত্র মো. জাকির হোসেন জানান, আমরা ৫ ভাই ও ২ বোন। আমাদের পৈত্রিক সম্পত্তি আছে মাত্র ১৪ শতাংশ। আমার ব্যক্তিগত কেনা সোয়া ৩ শতক জমি আছে। গত সোমবার (১৮ আগস্ট) সকালে আমার পৈত্রিক জমি ৫ ভাই ও ২ বোনের মধ্যে ভাগ করে দেয়ার জন্য প্রতিবেশী সালিসদার শাহ আলম পুলিশ(অবঃ)কে ডেকে আনি। সালিসে বিচারক শাহ আলম পুলিশ আমার কেনা সোয়া ৩ শতক জমিও ভাই বোনদের মধ্যে সমবন্টন করে দিতে বলেন। সবার মধ্যে ভাগ করে দেয়ার রায় দেন।
জাকির হোসেনের ছোট ভাই কবির হোসেন(৩৫) বলেন, এ প্রস্তাবে আমি প্রতিবাদ করে বলি ওই জমি বড় ভাইয়ের উপার্জনে কেনা। ওই জমি আমাদের সবার জন্য ভাগ হবে কেন ? আপনাকে এনেছি পৈত্রিক সম্পত্তি ভাগ করে দিতে, আপনি এসেছেন আমাদের ভাই-বোনের মধ্যে ঝগড়া সৃষ্টি করতে। আপনি চলে যান, আপনার বিচার লাগবেনা। এসময় ক্ষুব্ধ হয়ে শাহআলম পুলিশ আমার বড় ভাই জাকির হোসেনকে লাথি মারেন। আমাকেও ধাক্কা দিতে যেয়ে নিজেই মাটিতে পড়ে যান।
কবিরের ফুফু রানুয়ারা বেগম জানান, শাহ আলম পুলিশ তাকে মারধর ও অপমান করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেই ক্ষান্ত হননি, শাহআলম তার পুত্র শাওনের নেতৃত্বে তার ৫/৬ জন বন্ধু নিয়ে শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টায় পদ্মকোট জামে মসজিদের সামনে সন্ত্রাসী হামলা চালিয়ে আমার ২ নাতী গোলাম রাব্বী(২১) ও জাভেদ(১৯)কে পিটিয়ে ও কুপিয়ে জখম করে তারা এখন দেবীদ্বার সরকারি হাসপাতালে ভর্তি।
এ ব্যপারে অভিযুক্ত সালিসদার শাহ আলম পুলিশ জানান, ওরা আমাকে সালিসে ডেকে নিয়ে অপমানই নয় মারধরও করেছে। আমি রাগে রাস্তা কেটে এবং বেড়া দিয়েছিলাম, পরে ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা হালিমা আক্তার এসে বলায় কাটা রাস্তা ভরাট ও বেড়া তুলে নেই।
গুনাইঘর দক্ষিন ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান, কাশাড়িখোলা গ্রামের অবহেলিত কিছু পরিবার যাতায়তের জন্য সরকারি খাস জমির উপর দিয়ে ২০২৩ সালে ৪০ দিনের কর্মসূচীর আওতায় সড়ক নির্মান করে দিয়েছিলাম। ওই রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ পেলেও থানায় অভিযোগ করায় এ বিষয়ের নিষ্পত্তিতে আমি আর উদ্যোগ নেইনি।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাইনুদ্দিন জানান, এ বিষয়ে কোন অভিযোগ আছে আমার জানা নেই। জেনে ব্যবস্থা নেব