০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

‎শাহজাদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

  • প্রকাশের সময় : ০৯:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • 54

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামান। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন , শাহজাদপুরের মোট ১১ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই প্রণোদনার আওতায় আসবেন। প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ ও ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, সরকারের কৃষি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমাবে এবং ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম

‎শাহজাদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

প্রকাশের সময় : ০৯:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামান। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন , শাহজাদপুরের মোট ১১ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই প্রণোদনার আওতায় আসবেন। প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ ও ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, সরকারের কৃষি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমাবে এবং ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।