১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার হাতে পাঁচ বছরের শিশু কন্যার মৃত্যু

  • প্রকাশের সময় : ০৭:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 112

মেহেদী হাসান রাসেল লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে মাদকাসক্ত এক পিতার দায়ের কোপে নিহত হয়েছে তার পাঁচ বছরের কন্যা ফারিহা সুলতানা।সোমবার (৬ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুর বাবা ফারুক হোসেন (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সোমবার বিকেলে পারিবারিক কলহের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি নিজের মেয়ে ফারিহাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে শিশুটিকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন।

ঘটনাস্থলেই ফারিহার মৃত্যু হয়।খবর পেয়ে রাত ৮টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ ফারুককে আটক করে। তিনি একই গ্রামের কাদের মাঝির ছেলে।তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ফারুক শিশুটিকে হত্যার পর দা হাতে ঘরের ভেতরে অবস্থান করছিল। আতঙ্কে কেউ ঘরে ঢুকতে পারেনি।

পরে পরিবারের সদস্যরা ট্রিপল নাইনে – ফোন দিলে পুলিশ এসে তাকে আটক করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিকে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহত ফারিহার মা কুসুম আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবার বাড়ি যাওয়ার সময় মেয়েকে সঙ্গে নিতে চেয়েছিলাম, কিন্তু ওর দাদা-দাদি যেতে দেয়নি। যেতে দিলে আজ মেয়েটা বেঁচে থাকত।” এ কথা বলেই কান্নায় মূর্ছা যান তিনি।এই মর্মান্তিক হত্যাকাণ্ডকে ‘মাদকজনিত সামাজিক বিপর্যয়ের ভয়াবহ দৃষ্টান্ত’ উল্লেখ করে বাংলাদেশ প্রেসক্লাবের লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান রাসেল বলেন

লক্ষ্মীপুরে মাদক এখন সবচেয়ে বড় সামাজিক সমস্যা। এর ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে যুবসমাজ, নিভে যাচ্ছে অসংখ্য পরিবারের আলো। প্রশাসনকে অনতিবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে মাদক নির্মূল করে সমাজকে রক্ষা করা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুকন্যা ফারিহার মৃত্যুতে পরিবার ও আশপাশের মানুষের মধ্যে চলছে শোক আর ক্ষোভ।

জনপ্রিয়

ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেয়ার পাশাপাশি নগদ অর্থ শুকনো খাবার ও কম্বল দেয়া হয়েছে

লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার হাতে পাঁচ বছরের শিশু কন্যার মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

মেহেদী হাসান রাসেল লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে মাদকাসক্ত এক পিতার দায়ের কোপে নিহত হয়েছে তার পাঁচ বছরের কন্যা ফারিহা সুলতানা।সোমবার (৬ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুর বাবা ফারুক হোসেন (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সোমবার বিকেলে পারিবারিক কলহের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি নিজের মেয়ে ফারিহাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে শিশুটিকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন।

ঘটনাস্থলেই ফারিহার মৃত্যু হয়।খবর পেয়ে রাত ৮টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ ফারুককে আটক করে। তিনি একই গ্রামের কাদের মাঝির ছেলে।তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ফারুক শিশুটিকে হত্যার পর দা হাতে ঘরের ভেতরে অবস্থান করছিল। আতঙ্কে কেউ ঘরে ঢুকতে পারেনি।

পরে পরিবারের সদস্যরা ট্রিপল নাইনে – ফোন দিলে পুলিশ এসে তাকে আটক করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিকে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহত ফারিহার মা কুসুম আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবার বাড়ি যাওয়ার সময় মেয়েকে সঙ্গে নিতে চেয়েছিলাম, কিন্তু ওর দাদা-দাদি যেতে দেয়নি। যেতে দিলে আজ মেয়েটা বেঁচে থাকত।” এ কথা বলেই কান্নায় মূর্ছা যান তিনি।এই মর্মান্তিক হত্যাকাণ্ডকে ‘মাদকজনিত সামাজিক বিপর্যয়ের ভয়াবহ দৃষ্টান্ত’ উল্লেখ করে বাংলাদেশ প্রেসক্লাবের লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান রাসেল বলেন

লক্ষ্মীপুরে মাদক এখন সবচেয়ে বড় সামাজিক সমস্যা। এর ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে যুবসমাজ, নিভে যাচ্ছে অসংখ্য পরিবারের আলো। প্রশাসনকে অনতিবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে মাদক নির্মূল করে সমাজকে রক্ষা করা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুকন্যা ফারিহার মৃত্যুতে পরিবার ও আশপাশের মানুষের মধ্যে চলছে শোক আর ক্ষোভ।