
কসবা প্রতিনিধি
মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে কসবা আন্তঃ মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে ২০২৫ সালের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় কসবা পৌর শহরের কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ছিল চোখ ধাঁধানো আয়োজন, দর্শকে ঠাসা গ্যালারি আর খেলার প্রতি উন্মাদনা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব সামিউল ইসলাম, নির্বাহী অফিসার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ আলী আশরাফ, সাবেক সভাপতি, কসবা পৌর বিএনপি
মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক, কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়
মোঃ আশরাফ উজ্জ্বল, সাধারণ সম্পাদক, কসবা উপজেলা সাংবাদিক ফোরাম
মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষক, বাদৈর উচ্চ বিদ্যালয়
মোঃ কাজী কেফায়েত উল্লাহ,সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
খেলাটি সঞ্চালনা করেন মোঃ এনায়েত উল্লাহ ছোটন।
বিশেষ অতিথির বক্তব্যে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উজ্জ্বল বলেন, “কসবা যেহেতু বর্ডার-সংলগ্ন এলাকা, ফলে যুবসমাজ নেশার দিকে ঝুঁকে যাওয়ার ঝুঁকি বেশি। তাই এমন ক্রীড়া আয়োজন শুধু বিনোদন নয়—শরীরচর্চা, মানসিক প্রশান্তি এবং মাদক থেকে দূরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা সাংবাদিক ফোরাম সবসময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে থাকব।











