০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বুড়িচংয়ে পাহারাদার নির্যাতনের ঘটনায় মামলা গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

  • প্রকাশের সময় : ০৭:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • 14

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং

কুমিল্লার বুড়িচং উপজেলার সদর বাজারে ৬০ বছরের বৃদ্ধ পাহারাদার দুলা মিয়াকে যুবদল নেতা ও বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কর্তৃক মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আহত পাহারাদারের ভাই শ্যাম মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় ব্যবসায়ী ও গ্রামবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বুড়িচং বাজার প্রদক্ষিণ করে।

এ সময় বিক্ষোভকারীরা “দেলোয়ারের গালে গালে-জুতা মারো তালে তালে,দেলোয়ারের চামড়া তুলে নেব আমরা ” শ্লোগান দিয়ে পুরো বাজার প্রকম্পিত করে তোলে। সমাবেশে বক্তারা দেলোয়ার হোসেনের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, একজন বৃদ্ধ মানুষ রাতদিন পরিশ্রম করে বাজার পাহারা দেন, অথচ সামান্য বিশ্রাম নেওয়ায় তাঁকে কুকুরের মতো পেটানো হয়েছে। এটি শুধু একটি ব্যক্তিকে নয়, পুরো সমাজকেই অপমানিত করেছে। গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, ন্যায়বিচার না হলে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে তারা।

এদিকে আহত পাহারাদারের পরিবার জানিয়েছে, দেলোয়ার হোসেনের লোকজন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে চেষ্টা করছে, এতে পরিবারটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে বাজার পাহারা দেওয়ার সময় দেলোয়ার হোসেন পাহারাদার দুলা মিয়াকে কাঠের দণ্ড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। বর্তমানে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে

জনপ্রিয়

জাতির চেতনা-ইতিহাসকে টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার বই ধর্ম উপদেষ্টা

বুড়িচংয়ে পাহারাদার নির্যাতনের ঘটনায় মামলা গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৭:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং

কুমিল্লার বুড়িচং উপজেলার সদর বাজারে ৬০ বছরের বৃদ্ধ পাহারাদার দুলা মিয়াকে যুবদল নেতা ও বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কর্তৃক মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আহত পাহারাদারের ভাই শ্যাম মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় ব্যবসায়ী ও গ্রামবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বুড়িচং বাজার প্রদক্ষিণ করে।

এ সময় বিক্ষোভকারীরা “দেলোয়ারের গালে গালে-জুতা মারো তালে তালে,দেলোয়ারের চামড়া তুলে নেব আমরা ” শ্লোগান দিয়ে পুরো বাজার প্রকম্পিত করে তোলে। সমাবেশে বক্তারা দেলোয়ার হোসেনের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, একজন বৃদ্ধ মানুষ রাতদিন পরিশ্রম করে বাজার পাহারা দেন, অথচ সামান্য বিশ্রাম নেওয়ায় তাঁকে কুকুরের মতো পেটানো হয়েছে। এটি শুধু একটি ব্যক্তিকে নয়, পুরো সমাজকেই অপমানিত করেছে। গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, ন্যায়বিচার না হলে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে তারা।

এদিকে আহত পাহারাদারের পরিবার জানিয়েছে, দেলোয়ার হোসেনের লোকজন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে চেষ্টা করছে, এতে পরিবারটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে বাজার পাহারা দেওয়ার সময় দেলোয়ার হোসেন পাহারাদার দুলা মিয়াকে কাঠের দণ্ড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। বর্তমানে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে