
মো: মোসলেম উদ্দিন সিরাজীসিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ : ০২/০৮/২০২৫ ইং বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ২০২৪ এর জুলাই-আগস্টের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ছিল সার্বজনিন। সকল শ্রেনী পেশার, দলমত, ধর্ম-বর্নের মানুষ আন্দোলনে অংশগ্রহন করেছিলেন। তিনি আরও বলেন, এই আন্দোলনে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছিলেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। নতুন বাংলাদেশকে ঢেলে সাজাতে, মেধাবী শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে।
শনিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইসলামি ছাত্রশিবিরের পক্ষ থেকে এস এস সি, দাখিল ও সমমান পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন। অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলার ২০২৫ সালের এস এস সি, দাখিল ও সমমান পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫৪ জন শিক্ষার্থীকে সন্মাননা সনদ, ক্রেস্ট ও বই উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।
উপজেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে উল্লাপাড়া উপজেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি গোলাম মোস্তফা সাদের সভাপতিত্বে আয়োজিত সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামির আমির অধ্যক্ষ শাহজাহান, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, সেক্রেটারি মো: খাইরুল ইসলাম, ইসলামি ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ প্রমূখ।