
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার ১২ ই অক্টোবর ২০২৫ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মাসুদ রানা শাহজাদপুর রংধন মডেল স্কুলে টাইফয়েড টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মুশফিকুর রহমান, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওছি মোঃ আসলাম আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ মুরাদ হোসেন, রংধনু মডেল স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম শাহীন, প্রবীণ শিক্ষক চন্দন বসাক সহ আরো অনেকে। টিসিবি টাইফয়েড টিকা দান কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মাসুদ রানা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয় সহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ পারভেজ আক্তার স্যার বলেন অত্যান্ত সুন্দর ভাবে টিসিবি টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হয়েছে। আমাদের সকল শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে এ টিকা গ্রহণ করেছে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা ও অত্যন্ত আনন্দের সাথে টিকা প্রদান করে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। আমি আশা করি, প্রতিটি অভিভাবক সচেতনভাবে অংশ নেবেন এবং তাদের সন্তানদের টিকা নিশ্চিত করবেন। যে সকল শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করেছে তারা তো টিকা নিচ্ছে যে সকল শিক্ষার্থীরা এখনো রেজিষ্ট্রেশন করতে পারে নাই বা রেজিষ্ট্রেশন করে নাই তাদের নাম, রোল, শ্রেনি, জন্মনিবন্ধন, আমরা সংগ্রহ করে স্বাস্থ্য কর্মীদের নিকট দিয়ে অনলাইনে এন্ট্রি করে তাদের কে ও টিকা দেওয়া হবে তারা ও টিকা পাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মাসুদ রানা বলেন সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ১১১০৪৬ জন টিকা পাবে কমিউনিটিতে ৭৬৬১৯ জন টিকা পাবে। সর্বমোট ১৮৭৬৬৫ জন টিকার আওতাভুক্ত হবে। তিনি আরো বলেন অত্যন্ত আনন্দের সাথে শিক্ষার্থীরা এ টিকা গ্রহণ করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য সহকারী মোঃ আনোয়ার হোসাইন খান বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বলেন আমরা সকাল থেকে অত্যান্ত আনন্দঘন পরিবেশে টিকা প্রদান করে যাচ্ছি, শিক্ষার্থীরা আনন্দের সাথে এ টিকা গ্রহণ করে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছে তারা অত্যান্ত আনন্দের সাথে টিকা গ্রহন করেছে। যারা এখনো রেজিষ্ট্রেশন করতে পারে নাই বা রেজিষ্ট্রেশন করে নাই তাদের অনলাইনে মেনুয়ালী রেজিষ্ট্রেশন এর মাধ্যমে টিকা প্রদান করা হবে যাতে করে তারা সার্টিফিকেট তুলতে পারে। টাইফয়েড টিকা দান কর্মসূচি এক মাস কর্ম দিবসে চলবে। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী পর্যন্ত শিক্ষার্থীদের এ টিকার আওতায় আনা হবে।





















