
হুমায়ুন কবির নান্দাইল ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইলে আধুনিকতায় পৌর পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছেন ইউএনও সারমিনা সাত্তার।
আজ (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় নান্দাইল মডেল থানা সংলগ্ন এ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
এ সময় স্থানীয় জন প্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী, ব্যবসায়ী, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারকে নিয়ে আলোড়ন বইতে শুরু করে মানুষের মনে। স্থানীয়রা বলছেন, তাঁর এইবচিন্তা, সাহসী উদ্যোগ ও নান্দাইলের উন্নয়নেরবমনোভাবের ফলেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন,,এই পার্ক হবে নান্দাইলবাসীর জন্য একটি উন্মুক্ত বিনোদনকেন্দ্র। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ এখানে সময় কাটাতে পারবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং সামাজিক আড্ডার একটি নিরাপদ স্থান হিসেবে পার্কটি ব্যবহৃত হবে। তিনি আরও বলেন,, পার্কে ফুলের বাগান, বসার ব্যবস্থা, হাঁটার ট্র্যাকসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, নান্দাইলে পরিবার নিয়ে বেড়ানো বা শিশুদের খেলার জন্য উপযুক্ত কোনো মানসম্মত স্থান ছিল না। এ কারণে বহুদিন ধরেই তারা এমন একটি পার্কের প্রত্যাশা করছিলেন। নতুন এ উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার সেই অভাব পূরণ করবে বলেই প্রত্যাশা মানুষের মনে।
ফেসবুকসহ সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন নান্দাইলের সৌন্দর্য ও জনসাধারণের বিনোদনের জন্য উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের এ পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। কেউ কেউ মন্তব্য করেছেন, এ পার্ক তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে সহায়তা করবে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারাও একে নান্দাইলের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, এ পার্ক উদ্বোধনের পর পুরো এলাকা প্রাণবন্ত হয়ে উঠবে। বিশেষ করে শিশু-কিশোর ও পরিবারগুলোর জন্য একটি নিরাপদ বিনোদনকেন্দ্র পাওয়া নিঃসন্দেহে সুখবর।



























