
দায়রা-১৩৮৪/২০১৪, জিআর-২১২/২০১১ এবং বিপাড়া থানার মামলা নং-২২ তারিখ-২৫/০৯/২০১১খ্রিঃ ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৩(ক) ও ২২(গ) এর ০৩ বছর সাজা প্রাপ্ত আসামি আলেকা প্রঃ আমেনা বেগম, স্বামী-মোঃ শফিক প্রকাশ জবানুল ইসলাম, পিতা-আলী আশরাফ, সাং-দক্ষিন তেতাভূমি, থানা – ব্রাক্ষণপাড়া, জেলা-কুমিল্লাকে অদ্য ইং ২৮/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকায় নিজ বাড়ি হতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তামিলকারী অফিসারঃ এসআই মোঃ আব্দুস সবুর, বি-পাড়া থানা,কুমিল্লা।