
গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদ এবং জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহ বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ আগষ্ট দুপুরে নগরের টাউন হল প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির সদস্য এডভোকেট এটিএম মাহবুব উল আলমসহ জসীম উদ্দীন, মাসুদ রানা, মাহমুদুল হাসান সোহেল, মতিউর রহমান লিটন, ফারনিম, সালমান, তামিমসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ভিপি নূরের ওপর হামলাকে কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন। হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করেন। দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তি দাবি করেন। ২৪ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান।
এসময় বক্তারা আরও বলেন, ভিপি নূরুল হক নুর ছিলেন পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। তার ওপরে পতিত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনী এবং পুলিশের পেটোয়া বাহিনী।
তাদের অমানবিক নির্যাতনে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নুর। আমরা এ লুকিয়ে থাকা স্বৈরাচারদের স্বরূপে ফিরে আসায় উদ্বিগ্ন এবং ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি। সেই ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে দমন করতে হবে, জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে ব্যান্ড করতে হবে।
২৪ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।