
নয়া বঙ্গবাজার রিপোর্ট
নোয়াখালীর চাটখিলে বিশেষ অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী ববিতা ও তার সহযোগী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
চাটখিল থানা সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চাটখিল থানা পুলিশের একটি টিম অভিধান পরিচালনা করে উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের ঠাকুরবাড়ির সামনে পাকা রাস্তায় মাথা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চাটখিল পৌরসভার ৪ নং ওয়ার্ড ভীমপুরের বেদে পল্লীর আরিফুল রহমান রহমানের স্ত্রী মাদক সম্রাজ্ঞী ববিতা আক্তার (৩০), ও তার সহযোগী একই বেদে পল্লীর খোরশেদ আলমের মেয়ে তামান্না আক্তার শারমিন (২০)
এ সময় তাদের থেকে ২৬০ (দুই শত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা এসআই আবদুল মান্নান জব্দ তালিকা মূলে জব্দ করেন।
চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত এই মাদক সসম্রাজ্ঞী ও তার সহযোগীর বিরুদ্ধে চাটখিল থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে। “মাদক উদ্ধার সংক্রান্ত অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”





















