০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ নুরের ওপর হামলার বিচার দাবি

  • প্রকাশের সময় : ০৬:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 62

মোঃ মেহেদী হাসান জনি বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব নুরুল হক নুরসহ দলীয় নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে কুমিল্লায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ জেলা শাখা।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ অবরোধ শুরু হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অবরোধ চলাকালে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের নির্দেশেই বিরোধী দলের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। তারা হুঁশিয়ারি দেন, নুরুল হক নুরসহ দলের কোনো নেতাকর্মীর ওপর আবারো হামলা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের হস্তক্ষেপে প্রায় আধাঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তারা আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

অবরোধ তুলে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

জনপ্রিয়

উখিয়ায় আমির হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে

কুমিল্লায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ নুরের ওপর হামলার বিচার দাবি

প্রকাশের সময় : ০৬:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

মোঃ মেহেদী হাসান জনি বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব নুরুল হক নুরসহ দলীয় নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে কুমিল্লায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ জেলা শাখা।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ অবরোধ শুরু হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অবরোধ চলাকালে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের নির্দেশেই বিরোধী দলের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। তারা হুঁশিয়ারি দেন, নুরুল হক নুরসহ দলের কোনো নেতাকর্মীর ওপর আবারো হামলা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের হস্তক্ষেপে প্রায় আধাঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তারা আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

অবরোধ তুলে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।