
কুমিল্লা আলোকিত কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধাবিকাশ ও শিক্ষার্থীদের পড়ালেখার আগ্রহ বাড়াতে অনুষ্ঠিত হয়েছে বেসরকরি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫শুক্রবার সকাল ৯:০০ থেকে ১১:৩০ মিনিট পযন্ত , কুমিল্লা হাউজিং ষ্টেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় ।
বৃত্তি পরীক্ষা ঘিরে সকাল থেকে ই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্র প্রাণবন্ত হয়ে ওঠে ।জেলার বিভিন্ন স্কুল এন্ড মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৯৯৮ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয় পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দায়িত্ব পালন করেন ।
হযরত মাওলানা হাফেজ সাইফুল ইসলাম আনসারী, গোলাম মোহাম্মদ শাহজালাল, মাওলানা আতিকুল ইসলাম। হাফেজ মাওলানা আব্দুল কাদের, হাফেজ মাওলানা মোসলে উদ্দিন সালেহী। এবং মাওলানা আবুল হাশেমসহ সংশ্লিষ্ট শিক্ষক বৃন্দ। তাদের তত্ত্বাবধানে পুরো পরীক্ষা কেন্দ্র সুপরিকল্পিত ও শান্তিপূর্ণ ভাবে পরিচালিত হয়েছে।
এছাড়া মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন পিডিবি অফ দা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা শাহ আলম আল কাদের, আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট জাবের হোসাইন,
পূবালী ব্যাংক চকবাজার শাখার ম্যানেজার মোহাম্মদ রানা এবং ডাক্তার মিজানুর রহমান। তারা পরীক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ নিয়মিত ভাবে আয়োজনের গুরুত্ব তুলে ধরেন ।
আলোকিত কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন চেয়ারম্যান ও মহাসচিব জানান শিক্ষার্থীদের মানসিক বিকাশ প্রতিযোগিতামূলক মনোভাব এবং সৃজনশীল ভাব বিকাশ এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিভাবক ও শিক্ষকরা আশা করছেন। এ আয়োজন ভবিষ্যতে শিক্ষার্থীদের আরো আত্মবিশ্বাসী ও মনোযোগী করে তুলবে।











