
আলাউদ্দিন রানা
একদিন দুদিন নয় জনগনের অভিযোগ রাস্তার এমন বেহাল অবস্থা ১ বছর ধরে। তবুও কি প্রশাসন দেখে ও দেখছে না।
কোটবাড়ি থেকে টমছমব্রিজ পযর্ন্ত রাস্তার অবস্থা ভয়াবহ। বৃষ্টি হলে রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠে।
রাস্তার এই ভয়াবহ অবস্থা হওয়ার কারনে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়ছে। বিশাল গর্ত ও উঁচু নিচু অংশের কারনে ছোট থেকে বড় সব ধরনের যানবাহন চলছে মারাত্নক ঝুঁকি নিয়ে। সামান্য বৃষ্টিতে এসব গর্ত পানিতে তলিয়ে যায় তখন গর্তের গভীরতা বুঝা যায় না ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় চালক ও যাত্রীরা। চালকদের দাবি এখন তারা যানবাহন চালানো মানে মাথায় মৃত্যুর ঝুঁকি নেওয়া। তাই দ্রুত ও কার্যকর সংস্কার কাজ শুরু করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা





















