০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

কসবায় পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার আটক ১

  • প্রকাশের সময় : ১০:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • 81

মিজানুর রহমান দুলাল 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনায় এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আতিকুর রহমানের তত্ত্বাবধানে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদেরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানটি দুপুর আড়াইটার দিকে পৌরসভার দক্ষিণ খারপাড়া এলাকায় চালানো হয়। এসআই ফারুক হোসেনের নেতৃত্বে টিনশেড কাঠ রাখার ঘরে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় অভিযানে বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর সিএনজি স্ট্যান্ড এলাকায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসআই সুজন চন্দ্র মজুমদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে চন্দ্রপুর গ্রামের মো. হেলাল মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, “মাদকের বিরুদ্ধে কসবা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী বা সেবীদের জন্য কোনো ধরনের ছাড় নেই।

জনপ্রিয়

উখিয়ায় আমির হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে

কসবায় পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার আটক ১

প্রকাশের সময় : ১০:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

মিজানুর রহমান দুলাল 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনায় এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আতিকুর রহমানের তত্ত্বাবধানে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদেরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানটি দুপুর আড়াইটার দিকে পৌরসভার দক্ষিণ খারপাড়া এলাকায় চালানো হয়। এসআই ফারুক হোসেনের নেতৃত্বে টিনশেড কাঠ রাখার ঘরে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় অভিযানে বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর সিএনজি স্ট্যান্ড এলাকায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসআই সুজন চন্দ্র মজুমদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে চন্দ্রপুর গ্রামের মো. হেলাল মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, “মাদকের বিরুদ্ধে কসবা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী বা সেবীদের জন্য কোনো ধরনের ছাড় নেই।