
ব্রাহ্মণবাড়িয়া–০৪ (কসবা–আখাউড়া) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব কবির আহম্মেদ ভূইয়া বলেছেন—
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজের ইউনিয়নের উন্নয়নই করতে পারেননি, তিনি কসবা–আখাউড়ার উন্নয়ন করবেন কিভাবে? দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি নির্বাচিত হলে কসবা–আখাউড়ার চিত্রই পাল্টে দেব।”
তিনি এ মন্তব্য করেন আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আখাউড়া পৌর সুপার মার্কেট চত্বরে আয়োজিত এক বিএনপির বিশাল সমাবেশে।
কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে আখাউড়া উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবদু মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. খুরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কবির আহম্মেদ ভূইয়া বলেন—
“বিএনপির কোনো নেতা–কর্মী কখনো চাঁদাবাজি, মাদক বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে না। যদিও আমাদের এলাকা সীমান্তঘেঁষা, তারপরও কসবা–আখাউড়া মাদকের সঙ্গে জড়িত নয়। যারা এসব অপরাধে লিপ্ত, তারা বাইরে থেকে এসে এই অপকর্ম চালায়। বিএনপি সত্য, ন্যায় ও দেশপ্রেমের প্রতীক। যারা বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তারা মূলত গণমানুষের এই দলের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “কসবা–আখাউড়ার নতুন প্রজন্মের সকল চাওয়া ও প্রত্যাশা পূরণের অঙ্গীকার করছি। উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক পরিবর্তনে বিএনপির সরকারই একমাত্র আশার প্রতীক।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন তুহিন, এডভোকেট ইসমতারা সুলতানা (সদস্য, জেলা বিএনপি), শরিফুল হক স্বপন সাধারণ সম্পাদক, , পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক আইয়ুম খান। এ ছাড়া কসবা–আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বেলা বাড়ার সাথে সাথে কবির আহম্মেদ ভূইয়ার পক্ষে মিছিলে মিছিলে স্লোগানে উত্তাল ছিলেন আখাউড়ার পৌর আশপাশের এলাকা
অনুষ্ঠানজুড়ে ছিল উদ্দীপনা, দেশপ্রেম ও পরিবর্তনের অঙ্গীকারে মুখর



























