০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক মিলাদুন নবী (সা.) ১৫০০ বছর পূর্তি ও ইমাম আহমদ রেজা খান (রহ.) কনফারেন্স কায়রোতে অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০২:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 121

জাহেদুল ইসলাম আল রাইয়ান

২৩ আগস্ট ২০২৫, মিশরের কায়রোর ঐতিহাসিক কয়া বুরুজ হলে গতকাল অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিলাদুন নবী (সা.) ১৫০০ বছর পূর্তি ও ইমাম আহমদ রেজা খান (রহ.) কনফারেন্স। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম, সুফি, গবেষক ও শিক্ষার্থীদের সমবেত উপস্থিতিতে এই আয়োজন রূপ নেয় এক মহামিলনমেলায়।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারীর হৃদয়স্পর্শী সুরেলা কণ্ঠে উচ্চারিত আয়াতগুলো মুহূর্তেই পুরো হলঘরকে আধ্যাত্মিক আবেশে আবদ্ধ করে তোলে। আলোচনায় অংশ নেন বিশ্বের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদরা। তাঁরা রাসুলুল্লাহ (সা.)–এর জীবনী, সুন্নাহর প্রতি অনুগত্য এবং ইমাম আহমদ রেজা খান (রহ.)–এর নবীপ্রেমময় জীবন ও কর্মের ওপর গভীর আলোকপাত করেন। বক্তাদের বক্তব্যে প্রতিফলিত হয় জ্ঞানের প্রগাঢ়তা, আধ্যাত্মিকতার মাধুর্য এবং নবীপ্রেমের চিরন্তন বার্তা।

কনফারেন্সের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল নাত পরিবেশনা। মিশর, ভারত ও অন্যান্য দেশের খ্যাতনামা নাতখোয়ানরা তাঁদের কণ্ঠে ইশক-ই-রাসূলের যে আবেগময় সুর ছড়ালেন, তাতে সমবেত শ্রোতারা যেন নিমজ্জিত হলেন আধ্যাত্মিক ভালোবাসার অতল গহ্বরে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, তানজানিয়া, ইন্দোনেশিয়া সহ নানা দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন পরিণত হয় এক বৈশ্বিক আধ্যাত্মিক ও ইলমি সম্মেলনে। উপস্থিত আলেম ও ছাত্ররা একবাক্যে উচ্চারণ করেন—নবীপ্রেমই মুসলিম উম্মাহর একমাত্র পথনির্দেশক আলোকবর্তিকা, আর ইমাম আহমদ রেজা খান (রহ.) সেই প্রেম ও সুন্নাহনিষ্ঠ জীবনের শাশ্বত দিশারি।

কায়রোর আকাশে সেদিনের এই মহামিলন শুধু একটি সম্মেলনের আয়োজন ছিল না; বরং তা হয়ে উঠেছিল বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ে নবীপ্রেম ও আধ্যাত্মিকতার শাশ্বত অঙ্গীকারের উজ্জ্বল স্মারক।

লেখক ও কলামিস্ট, শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর

জনপ্রিয়

২০১৮ সালে সংসদে যাওয়া দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির মশাল মিছিল

আন্তর্জাতিক মিলাদুন নবী (সা.) ১৫০০ বছর পূর্তি ও ইমাম আহমদ রেজা খান (রহ.) কনফারেন্স কায়রোতে অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

জাহেদুল ইসলাম আল রাইয়ান

২৩ আগস্ট ২০২৫, মিশরের কায়রোর ঐতিহাসিক কয়া বুরুজ হলে গতকাল অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিলাদুন নবী (সা.) ১৫০০ বছর পূর্তি ও ইমাম আহমদ রেজা খান (রহ.) কনফারেন্স। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম, সুফি, গবেষক ও শিক্ষার্থীদের সমবেত উপস্থিতিতে এই আয়োজন রূপ নেয় এক মহামিলনমেলায়।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারীর হৃদয়স্পর্শী সুরেলা কণ্ঠে উচ্চারিত আয়াতগুলো মুহূর্তেই পুরো হলঘরকে আধ্যাত্মিক আবেশে আবদ্ধ করে তোলে। আলোচনায় অংশ নেন বিশ্বের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদরা। তাঁরা রাসুলুল্লাহ (সা.)–এর জীবনী, সুন্নাহর প্রতি অনুগত্য এবং ইমাম আহমদ রেজা খান (রহ.)–এর নবীপ্রেমময় জীবন ও কর্মের ওপর গভীর আলোকপাত করেন। বক্তাদের বক্তব্যে প্রতিফলিত হয় জ্ঞানের প্রগাঢ়তা, আধ্যাত্মিকতার মাধুর্য এবং নবীপ্রেমের চিরন্তন বার্তা।

কনফারেন্সের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল নাত পরিবেশনা। মিশর, ভারত ও অন্যান্য দেশের খ্যাতনামা নাতখোয়ানরা তাঁদের কণ্ঠে ইশক-ই-রাসূলের যে আবেগময় সুর ছড়ালেন, তাতে সমবেত শ্রোতারা যেন নিমজ্জিত হলেন আধ্যাত্মিক ভালোবাসার অতল গহ্বরে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, তানজানিয়া, ইন্দোনেশিয়া সহ নানা দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন পরিণত হয় এক বৈশ্বিক আধ্যাত্মিক ও ইলমি সম্মেলনে। উপস্থিত আলেম ও ছাত্ররা একবাক্যে উচ্চারণ করেন—নবীপ্রেমই মুসলিম উম্মাহর একমাত্র পথনির্দেশক আলোকবর্তিকা, আর ইমাম আহমদ রেজা খান (রহ.) সেই প্রেম ও সুন্নাহনিষ্ঠ জীবনের শাশ্বত দিশারি।

কায়রোর আকাশে সেদিনের এই মহামিলন শুধু একটি সম্মেলনের আয়োজন ছিল না; বরং তা হয়ে উঠেছিল বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ে নবীপ্রেম ও আধ্যাত্মিকতার শাশ্বত অঙ্গীকারের উজ্জ্বল স্মারক।

লেখক ও কলামিস্ট, শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর