
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ইং এ ধানের শীষ প্রতীককে বিজয় করার লক্ষ্যে ময়মনসিং মহানগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ নভেম্বর বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক নির্বাহী কমিটি ও সহ-আহবায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি।
মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক আকন্দ লিটন।
কৃষিবিদ আবুল খায়ের দীপু এর সভাপতিত্বে মতবিনিময় সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন সুলতান আহমেদ। এ সময় ময়মনসিংহ মহানগর কৃষক দলের নেতৃত্ববৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।











