
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মাদক,সন্ত্রাস,ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ নভেম্বর সকাল এগারোটায় বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু:আনোয়ারুল আজিম,নলছিটি পৌরসভার সাবেক মেয়র মো:মুজিবুর রহমান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:সেলিম গাজী,উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি,একাডেমিক সুপারভাইজার মো:বদরুল আমীন,ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আব্বাস,সাধারণ সম্পাদক মনির হোসেন,সাবেক মহিলা কাউন্সিলর নুরুন্নাহার আক্তার প্রমুখ। এসময় শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সভাপতি একেএম মাসুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:মোসলেম আলী গাজী।
এসময় বক্তারা তাদের বক্তব্যে সমাজে মাদকের করাল গ্রাস থেকে বাচতে শিক্ষার্থীদের নানান দিক নির্দেশনা প্রদান করেন এবং বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে সজাগ থাকতে ও সচেতন হতে বলেন।
এছাড়াও সন্ত্রাস,ইভটিজিং এর মতো ঘৃনিত অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেন।











