
আল আমিন নওগাঁ প্রতিনিধি
নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকরা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান (মকে)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ মান্দা আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
এ সময় ডা. টিপু সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেটের মাধ্যমে দলের বার্তা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। পাশাপাশি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখারও অনুরোধ করেন তিনি।
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, কাশোঁপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।











