
সোহেব আক্তার (শান্ত
কুমিল্লা ০৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বঞ্চিত নেতা এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের সমর্থকরা অবরোধ কর্মসূচি পালন করেন।
আজ বুধবার বিকেল ৩ ঘটিকায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার সমর্থক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার অবরোধ কর্মসূচি পালন করেন।
বিএনপির দলীয় মনোনয়ন না দেওয়ায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় দির্ঘ ১০ কিলোমিটার সড়ক অবরোধ করে কুমিল্লা সংসদীয় আসন ৫ বুড়িচং- ব্রাহ্মণপাড়ার বিএনপি নেতা এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের কর্মী সমর্থকরা।
অবরোধ চলাকালে সমর্থকরা বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে প্রায় ২ হাজার নারী পুরুষ জড়ো হয়ে সড়ক অবরোধ করে এটিএম মিজানুর রহমানকে মনোনয়ন দাবী করে এই বিক্ষোভ আন্দোলন করা হয়।
এসময় আন্দোলন করা নেতাকর্মীরা বলেন এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে নেতাকর্মীদের জেল জুলুম নির্যাতনে পাশে ছিলেন।
যোগ্য ব্যক্তিকে মনোনয়ন না দিয়ে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়ায় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
তাদের দাবী এটিএম মিজানুর রহমান সব সময় নেতাকর্মীদের পাশে ছিলেন, তাকে মনোনয়ন দিয়ে এই আসনটি তারেক রহমানকে উপহার দিবেন বলে শ্লোগান দেন।
এ দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় উভয় লাইনে দির্ঘ ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
পরবর্তীতে জনদুর্ভোগ লাগবের বিষয় বিবেচনা করে অধ্যক্ষ সালাউদ্দিনের নেতৃত্বে মনোনয়ন পুনর্বিবেচনায় অবরোধ কর্মসূচি স্থগিত করেন।





















