০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

উখিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসায়ী নিহত অর্ধশতাধিক দোকান ভস্মীভূত

  • প্রকাশের সময় : ০৬:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • 48

কামাল উদ্দিন জয় কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া সদর কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

সোমবার (১০ নভম্বর) বিকাল চারটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়া কৃষি ব্যাংক ভবনের পেছনে কাঁচাবাজার সড়কের একটি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের অগ্নিশিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।

উখিয়া ব্যবসায়ী সমিতির আহ্বায়ক নুরুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে স্থানীয় জনগণ, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। নিহত মোহাম্মদ আলী কাপড়ের ব্যবসায়ী ছিলেন।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ডলার বড়ুয়া জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। অগ্নিদগ্ধে একজন মারা গেছে ও ৩ জন আহত হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ঘটনাস্থ পরিদর্শন করেছেন।

জনপ্রিয়

২০১৮ সালে সংসদে যাওয়া দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির মশাল মিছিল

উখিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসায়ী নিহত অর্ধশতাধিক দোকান ভস্মীভূত

প্রকাশের সময় : ০৬:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

কামাল উদ্দিন জয় কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া সদর কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

সোমবার (১০ নভম্বর) বিকাল চারটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়া কৃষি ব্যাংক ভবনের পেছনে কাঁচাবাজার সড়কের একটি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের অগ্নিশিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।

উখিয়া ব্যবসায়ী সমিতির আহ্বায়ক নুরুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে স্থানীয় জনগণ, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। নিহত মোহাম্মদ আলী কাপড়ের ব্যবসায়ী ছিলেন।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ডলার বড়ুয়া জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। অগ্নিদগ্ধে একজন মারা গেছে ও ৩ জন আহত হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ঘটনাস্থ পরিদর্শন করেছেন।