
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে উদযাপিত হলো গণঅধিকার পরিষদ (জিওপি)-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার ২৬ অক্টোবর শাহজাদপুর উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এবং ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের শাহজাদপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ পারভেজ ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও গণঅধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা সংগঠক, সিরাজগঞ্জ-৬ আসনে ট্রাক প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মোঃ নাঈম উদ্দিন সিরাজী। প্রধান অতিথি তার বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, “গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থীদের বিজয়ী করে জনগণের কণ্ঠস্বরকে সংসদে পৌঁছে দিতে হবে।”তিনি আরো গণঅধিকার পরিষদ-(জিওপি’র) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর সফল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ সরকার আবির।
তিনি তার বক্তব্যে বলেন,
“গণঅধিকার পরিষদ তথা ভিপি নুরুল হক নূর-এর নেতৃত্বাধীন ট্রাক প্রতীকের প্রতি আস্থা রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের যেই প্রার্থী মনোনয়ন পাবে তার পক্ষে এক সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করে তাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।” তিনি আরো বলেন, “গণঅধিকার পরিষদ সাধারণ মানুষের অধিকার,গণতন্ত্র ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে যাচ্ছে এই আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতে হবে।”
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সংগঠক আবু সাঈদ, যুব অধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মোঃ স্বপন, সাবেক সভাপতি ছাত্র অধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা শাখা নাঈম সরদার, এবং ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সদস্য সচিব আশিক ইকবাল তন্ময়।





















