১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

মান্দায় বিএনপি নেতা ডা. টিপুর সঙ্গে দলীয় সম্পর্ক ছিন্নের ঘোষণা

  • প্রকাশের সময় : ১০:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 117

আল আমিন নওগাঁ প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আদর্শবিরোধী কর্মকাণ্ড ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে নওগাঁর মান্দা উপজেলা বিএনপির সদস্য ডা. ইকরামুল বারী টিপু-এর সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, সহসভাপতি একেএম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার, মরহুম মনসুর আলী মৃধার মেয়ে ফারজানা মিতুসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে বেলাল হোসেন খান বলেন,

“দীর্ঘ ১৬ বছর পর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুনভাবে সংগঠিত হচ্ছে। কিন্তু ডা. ইকরামুল বারী টিপু দলীয় নেতৃত্ব উপেক্ষা করে বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।”

 

তিনি অভিযোগ করেন, ডা. টিপু উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বকে অগ্রাহ্য করে পৃথকভাবে কর্মসূচি পরিচালনা করছেন এবং গণমাধ্যমে মিথ্যা তথ্য দিচ্ছেন। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বিগত আন্দোলনে তাঁর বিরুদ্ধে সাতটি নাশকতার মামলা ছিল—যা উপজেলা বিএনপি ‘নির্জলা মিথ্যা’ বলে অভিহিত করেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০০৪ সালে উপজেলা বিএনপির তৎকালীন সহসভাপতি মনসুর আলী মৃধা হত্যা মামলায় ডা. টিপু ১ নম্বর আসামি ছিলেন এবং পরে দল থেকে বহিষ্কৃত হন। অতীতে তিনি বিকল্পধারায় যোগদান, ধানের শীষের প্রার্থীর বিরোধিতা ও জমি দখল সংক্রান্ত অভিযোগেও জড়িত ছিলেন বলে দাবি করা হয়।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন,

“ডা. টিপুর কর্মকাণ্ড দলের ঐক্য ও শৃঙ্খলার পরিপন্থী। দলের আদর্শ রক্ষা করতে তাঁর সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

জনপ্রিয়

ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেয়ার পাশাপাশি নগদ অর্থ শুকনো খাবার ও কম্বল দেয়া হয়েছে

মান্দায় বিএনপি নেতা ডা. টিপুর সঙ্গে দলীয় সম্পর্ক ছিন্নের ঘোষণা

প্রকাশের সময় : ১০:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

আল আমিন নওগাঁ প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আদর্শবিরোধী কর্মকাণ্ড ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে নওগাঁর মান্দা উপজেলা বিএনপির সদস্য ডা. ইকরামুল বারী টিপু-এর সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, সহসভাপতি একেএম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার, মরহুম মনসুর আলী মৃধার মেয়ে ফারজানা মিতুসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে বেলাল হোসেন খান বলেন,

“দীর্ঘ ১৬ বছর পর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুনভাবে সংগঠিত হচ্ছে। কিন্তু ডা. ইকরামুল বারী টিপু দলীয় নেতৃত্ব উপেক্ষা করে বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।”

 

তিনি অভিযোগ করেন, ডা. টিপু উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বকে অগ্রাহ্য করে পৃথকভাবে কর্মসূচি পরিচালনা করছেন এবং গণমাধ্যমে মিথ্যা তথ্য দিচ্ছেন। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বিগত আন্দোলনে তাঁর বিরুদ্ধে সাতটি নাশকতার মামলা ছিল—যা উপজেলা বিএনপি ‘নির্জলা মিথ্যা’ বলে অভিহিত করেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০০৪ সালে উপজেলা বিএনপির তৎকালীন সহসভাপতি মনসুর আলী মৃধা হত্যা মামলায় ডা. টিপু ১ নম্বর আসামি ছিলেন এবং পরে দল থেকে বহিষ্কৃত হন। অতীতে তিনি বিকল্পধারায় যোগদান, ধানের শীষের প্রার্থীর বিরোধিতা ও জমি দখল সংক্রান্ত অভিযোগেও জড়িত ছিলেন বলে দাবি করা হয়।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন,

“ডা. টিপুর কর্মকাণ্ড দলের ঐক্য ও শৃঙ্খলার পরিপন্থী। দলের আদর্শ রক্ষা করতে তাঁর সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে