
বাবলু বড়ুয়া চট্টগ্রাম
সদরঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুর রহিম এর নেতৃত্বে এসআই/সৈয়দ ফকরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ১১/১০/২০২৫ তারিখ সকাল ০৬.৫৫ ঘটিকা থেকে ১৩.০০ ঘটিকা পর্যন্ত সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের অন্তর্গত ইসলামিয়া কলেজ মোড়স্থ সদরঘাট রোড হাজী আহম্মদ হোসেন মার্কেট গলির ভিতর ২নং পলাতক আসামী মোঃ রেজাউল করিমের মালিকানাধীন দখলীয় বাড়ীর ছাদের উপর ভাড়াটিয়া ১নং পলাতক আসামি সুবল দাশ(৪১) এর বসত ঘরে তল্লাশি করে ১৩২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী (ভারতীয়) মদ উদ্ধার পূর্বক বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীর সম্মূখে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
উল্লিখিত আসামিদ্বয় সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং জব্দকৃত আলামতের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





















