
হুমায়ুন কবিরময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী ঘোষপালা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা গভর্নিং বডি অভিভাবক সদস্য পদে নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।তিনটি ক্যাটাগরির মধ্যে
এবতেদায়ী-দাখিল শাখায়
অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, চন্ডিপাশা ইউনিয়নের ষোষপালা গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান (দোয়াত কলম মার্কা) অপরদিকে একই ইউনিয়নের বাসিন্দা ঘোষপালা গ্রামের মো. মজলু মিয়া (বই মার্কা) । নির্বাচনে মোট ভোটার ছিল৭৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন ২৮২জন। এর মধ্যে ১০টি ভোট বাতিল হয়।
গণনা শেষে ১৬৪ভোট পেয়ে মো. হাবিবুর রহমান (দোয়াত কলম মার্কা) নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মজলু মিয়া (বই মার্কা) ১১২ ভোট। মাত্র ৫২ ভোটের ব্যবধানে এ নির্বাচন হয়।।
অন্যদিকে আলিম পর্যায়ে মো. হারুনুর রশীদ ( হাকিম)
এবং ফাযিল পর্যায়ে মো..শাহজাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রিজাইডিং অফিসার শিক্ষা একাডেমী সুপারভাইজার আনোয়ার হোসেন তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।তা ছাড়াও শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব ছিলেন,শহীদুল্লাহ ,আল মামুন খান , আব্দুল বারীক মাস্টার প্রমুখ।
মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মো.এনামুল হক বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫২ ভোটে ব্যবধানে জয়-পরাজয় হলেও সার্বিক সহযোগিতার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।





















