
কামাল উদ্দিন জয় কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে নোহা প্রাইভেটকার ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দিঘী রাস্তা মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবু বক্কর প্রকাশ মনিয়া (২০)। তিনি খুনিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের থোয়াইংগা কাটা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
আহতরা হলেন একই গ্রামের কামাল হোসেনের ছেলে হাবিব উল্লাহ (২২) ও নবী হোসেনের ছেলে মো. রায়হান প্রকাশ বাবু (১৮)।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





















