
আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে অটোরিকশা ও অন্যান্য যানবাহনের দখলে রাস্তায় প্রতিনিয়ত মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থীদের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এবিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা (১১সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলের মূল ফটকের সামনে অটোরিকশা চালকদের অবৈধ স্ট্যান্ড বসেছে। প্রায়ই তারা শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করে থাকে। এমনকি একাধিকবার শারীরিকভাবে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীরা জানান, অধিকাংশ শিক্ষার্থী প্রতিদিন অটোরিকশায় করে বিদ্যালয়ে আসে। যাতায়াতে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক হলেও চালকরা অনেক সময় তাদের তুলতে অস্বীকৃতি জানায় এবং এ নিয়ে খারাপ আচরণ করে। এর ফলে ছাত্র-ছাত্রীরা মারাত্মকভাবে ভোগান্তিতে পড়ছে।
অভিভাবক ও স্থানীয়রা বলেন, প্রতিনিয়ত যানজটের কারণে স্কুলের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই দ্রুত স্কুলের সামনে থেকে অটোরিকশা ও অন্যান্য যানবাহনের স্থায়ী উচ্ছেদের দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবক মহল। এর আগেও অটোরিকশা চালক কর্তৃক ছাত্রকে মারধরের ঘটনায় ছাত্রের অভিভাবক থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ আমরাও দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি। অটোরিকশার কারণে যানজট সৃষ্টি হচ্ছে, স্কুলের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আমি ইতোমধ্যে বিষয়টি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি। আশা করি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, “অভিযোগ হাতে পেয়েছি। বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষা পরিবেশের কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।