
সমরেশ রায় ও শম্পা দাস,কলকাতা
আজ ৯ই সেপ্টেম্বর মঙ্গলবার, ঠিক বিকেল তিনটায়, হাওড়া নদী বক্ষে, পোলো ফ্লোটেল হোটেলে অনুষ্ঠিত হলো, সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে, সিগওয়েজ এর পরিচালনায় এবং ইন্দ্রানী রায় ও অরিন্দ্রজিৎ রায় এর উদ্যোগে, বিশিষ্ট অতিথিদের সমাগমে, তৃতীয় তম বর্ষের , “শারদ পুষ্পাঞ্জলি “২০২৫ এর লোগোর শুভ উদ্বোধন, এবং তার সাথে সাথে শারদ পুষ্পাঞ্জলী সম্মান ২০২৫ এর বার্তা পৌঁছে দিলেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সবার প্রিয় বিধায়ক দেবাশীষ কুমার, আই পি এস শান্তি দাস বসাক, আলোকচিত্র শিল্পী অনুপম হালদার, চিকিৎসক প্রসূন ঘোষ, বিশিষ্ট ফুটবলার সুমিত মুখার্জি, সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য, উদ্যোগপতি তুষার কামদার , রাজেশ শেঠ সহ অন্যান্য ব্যক্তিবর্গ এবং সিগ ওয়েজ এর সদস্যরা।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, এরপর একে একে সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন এবং তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেন, সংক্ষিপ্ত বক্তৃতার পর, সকলে একত্রিত হয়ে এই সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে, “শারদ পুষ্পাঞ্জলী” ২০২৫ এর লোগোর শুভ সূচনা করলেন। এই লোগো উন্মোচন এর মধ্য দিয়েই, বার্তা পৌঁছে দিলেন, শারদ পুষ্পাঞ্জলী সম্মান ২০২৫ইং।
পুজোয় সেরার সেরারা পাবে, শিগওয়েজের তরফ থেকে , বিচারকদের নিখুঁত বিচারের মধ্য দিয়ে, শারদ পুষ্পাঞ্জলি ২০২৫ সন্মান, এই বছর এই সম্মান দশটি দেওয়া হবে বলে জানান, এই বৎসরের ভাবনা- মাটি ।
১০০ টি বারোয়ারী পূজো এবং ৫০ টি আবাসন পূজোয় সামগ্রিক দৃষ্টিকোণ থেকে পুরস্কৃত এবং সম্মানিত করা হবে বলে জানালেন আয়োজক সংস্থার কর্ণধার ইন্দ্রানী রায় ও অরিন্দ্রজিত রায়। এছাড়াও থাকছে বিশিষ্ট জুড়িদের সঙ্গে বাম্পার প্রাইজ।
সিগওজের পথ চলা কুড়ি বছর ধরে, বিভিন্ন কর্পোরেট ইভেন্ট এর মধ্য দিয়ে, দেশ-বিদেশে শহরে সুনামির সহিত কাজ করে চলেছেন, এখান থেকেই তাহাদের ভাবনা শুরু হয়।
পরিবেশকে কেন্দ্র করে, কিছু করার, সবার সহযোগিতা নিয়ে, শুরু হয় “শারদ পুষ্পাঞ্জলী সম্মান” দেখতে দেখতে তৃতীয় তম বর্ষে পদার্পণ করল, এই বছর তাহারা জানালেন যে এখনই আমাদের কাছে ৪০০ আবেদন জমা পড়েছে, আমরা তাহার থেকে একশটি পূজোকে বেছে নির্বাচিত করবো, এবং সেগুলি খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে জানালেন, আগামী কয়েকদিনের মধ্যেই,
আমরা সমাজের এক বৃহৎ অংশকে দৃষ্টি আকর্ষণ করতেই প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে, বিপদের মুখ থেকে রক্ষা করার উদ্দেশ্য নিয়েই, আমাদের এই ভাবনা, স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়ার বিষয়ে গুরুতরভাবে লোকজনকে সজাগ করার উদ্দেশ্যই, এই শারদ সম্মান টি শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।
আশা করবো সকলে একইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, আগামী দিনের শহর থেকে যেন জেলায় জেলায় পৌঁছাতে পারি।
পুজো গুলোকেও তুলে ধরতে পারি,
আজকের অনুষ্ঠানে যেভাবে সকল সাংবাদিক বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা কৃতজ্ঞ ও ধন্য।