
কুমিল্লা প্রতিনিধ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ২১নং ওয়ার্ডে “শহরতলী” রামনগর এলাকায় নিজ সন্তানের হাতে, মা – বোন নিহতের ঘটনা আজ সোমবার (১ সেপ্টেম্বর) মা,বোনের হত্যাকারী স্বামী স্ত্রী তাদের দু’জনকে আদালত কারাগারে প্রেরণ করেন। গতকাল রবিবার ৩১ শে আগষ্ট দুপুর ২ টার সময়ে কুমিল্লা নগরীর ২১ নং ওয়ার্ডে রামনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, রামনগর এলাকায় মৃত আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম( ৬৫) মেয়ে আয়েশা আক্তার শিল্পী ( ৩২)।এলাকার বাসিন্দারা জানান, খবর পেয়ে প্রথমে আমরা মা, মেয়ের হত্যাকারী লুৎফা বেগম এর ছেলে,শাহিন আলম (৪২) কে আটক করি পরে তার বড় মেয়ে, শারমিন সুলতানা তাকে তার শুশুর বাড়িতে থাকায় ফোন করে,জানাই। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো: সেলিম বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন খবর পেয়ে পুলিশ ঘটনার স্হলে গিয়ে দেখেন মা, মেয়ের লাশ একটি কক্ষে পড়ে আছে ও এলাকায় বাসী ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।গ্রেফতারকৃত শাহিন আলম, বাড়ির পাশে একটি দোকান দিয়ে সংসার চালাতো। পুলিশ অভিযুক্ত ছেলে শাহিন ও স্ত্রী লাকী কে,জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।তিনি আরো জানান যে, লুৎফা বেগম ও তার মেয়ে আয়েশা আক্তার (শিল্পী) অভিযুক্ত ছেলে শাহিন ও তার স্ত্রী লাকী সঙ্গে দীর্ঘ দিন ধরে পারিবারিক মতবিরোধ চলছিল তদন্ত চলছে কিভাবে হত্যা করছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বলতে পারবো,লাশ উর্দ্বারের সময় প্রাথমিক ভাবে কোনো আলামত পাওয়া যায়নি কিভাবে হত্যা করছে ।এইদিকে নিহতের বড় মেয়ে শিউলি আক্তার গতকাল তার ভাই ও ভাবী, লাকী সহ দু’জনকে আসামি করে থানায় হত্যা মামলায় দায়ের করেন। তিনি এই প্রতিবেদককে বলেন, কান্না জড়িত কণ্ঠে,আমার বাবা নেই মা – ছোট বোন ভাইয়ের সাথে একই ঘরে থাকতেন আমার ভাই শাহীন আলম,তার স্ত্রী লাকী মিলে সম্পত্তির জন্য লোভে তাদের দুজন কে গতকাল হত্যা করেন কোন সন্তান আর যেন এসব বর্বর হত্যা না ঘটায়, আমি আমার মা – বোনের হত্যার সুষ্ট তদন্তের বিচার চাই। আজ সোমবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এ এস আই মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ খাঁজু মিয়া আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। সদর দক্ষিণ কোর্ট পরিদর্শক, হুনুফা আক্তার নিশ্চিত করেন যে আসামি দু’জনকে, কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত -৪ এর ম্যাজিষ্টেট জনাব মোহাম্মদ বেলাল হোসেন, স্বামী-স্ত্রী দুজনকে কারাগারে প্রেরণ করেন, এবং রিমান্ড শুনানি পরবর্তী তারিখে ধার্য করা হয়।