০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৮:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 66

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

ওসি খালিদ মনসুর জানান, অভিযুক্ত জালালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে জালাল আহমদ তার রুমমেট রবিউল হককে ছুরিকাঘাত করেন। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

ঘটনার পর রাতেই হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জালালকে হল থেকে বহিষ্কার করার ঘোষণা দেন। অভিযুক্ত জালাল হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী।

ওসি খালিদ মনসুর আরও বলেন, “রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় অভিযুক্ত জালালকে পুলিশ হেফাজতে নেয়। রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করে। পরে রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী সমাজে উত্তেজনা বিরাজ করছে।

জনপ্রিয়

২০১৮ সালে সংসদে যাওয়া দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির মশাল মিছিল

রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

ওসি খালিদ মনসুর জানান, অভিযুক্ত জালালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে জালাল আহমদ তার রুমমেট রবিউল হককে ছুরিকাঘাত করেন। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

ঘটনার পর রাতেই হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জালালকে হল থেকে বহিষ্কার করার ঘোষণা দেন। অভিযুক্ত জালাল হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী।

ওসি খালিদ মনসুর আরও বলেন, “রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় অভিযুক্ত জালালকে পুলিশ হেফাজতে নেয়। রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করে। পরে রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী সমাজে উত্তেজনা বিরাজ করছে।