
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ২ কেজি গাঁজাসহ নুপুর আক্তার (৫৫) নামের এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার টাউন নওয়াপাড়া মোড়ে ঢাকাগামী একটি বাসে তল্লাশির সময় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ মহোদয়ের নির্দেশনায় ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম শামীম ও ফকিরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীরের নেতৃত্বে এস আই মো. মেহেদী হাসান মিশন, এসআই শিবলী নোমানী ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া মোড়ের পাশে নওয়াপাড়া সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে বাসে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নুপুর আক্তার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কাঁঠালতলী গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী। সে ঢাকা মিরপুর এলাকায় থাকে। তার নামে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল সকালে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।