
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
গাজীপুরের সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার এবং সারা দেশে সাংবাদিকদের ওপর চালানো নিপীড়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে শাহজাদপুর পৌরসদরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় শাহজাদপুরের কর্মরত সাংবাদিকরা এই কর্মসূচি পালন করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংবাদিক আবুল কাসেম এবং সঞ্চালনা করেন সাংবাদিক ওমর ফারুক। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা রিপোর্টার ক্লাবের সাধারণ সম্পাদক মো: হাজী তামিম (হিটলার) এ সময় আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: শফিকুল ইসলাম শফিক , যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনোয়ার হোসেন মলিন , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: বাবলু শেখ , কার্যনির্বাহী সদস্য মো: মোসলেম উদ্দিন সিরাজী , প্রচার সম্পাদক মো : জুবায়ের হাসান , সহ- সভাপতি মো: মেহেদী হাসান সহ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিউল হাসান চৌধুরী, সিনিয়র সাংবাদিক সাগর বাসাক, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সবুজ হোসেন রাজা , প্রমুখ। এ সময়ে সাংবাদিকরা বলেন, দেশে দায়িত্ব পালনকালে হামলা, মামলা, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন সাংবাদিকরা। সর্বশেষ মাত্র দুই দিন আগে দিবালোকে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান সাংবাদিকরা। একই সঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নেরও জোর দাবি তোলেন তারা।