০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে ভলিবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

  • প্রকাশের সময় : ১১:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 51

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে ভলিবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে বাগেরহাট জেলা স্টেডিয়ামের ইনডোরে ভলিবল খেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

বাগেরহাট জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

খুলনা ও বাগেরহাটের তিনটি ভলিবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই তিনটি দলের মধ্যে লীগ পর্যায়ে অনুষ্ঠিত ও পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দীর্ঘদিন পরে হারিয়ে যেতে বসা জনপ্রিয় ভলিবল খেলার আয়োজন করায় দর্শক ও আয়োজকরা দারুণ খুশি। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার আয়োজকদের। আর ক্রীড়ামোদি দর্শকদের দাবি এই ভলিবল খেলাটি নিয়মিত আয়োজন করা। সেটি করা গেলে এই জেলায় নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে বলে আশা তাদের।

জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, বাগেরহাট জেলায় খেলাধুলার ঐতিহ্য রয়েছে। জেলা ক্রীড়া সংস্থার লক্ষ্য একটাই ক্রীড়াঙ্গণকে এগিয়ে নেওয়া। দেশকে এগিয়ে নিতে আগামীতে বড় ভূমিকা পালন করবে তরুণ যুব সমাজ। আমরা যদি তাদের পাশে দাঁড়াতে না পারি তাহলে তারা মোবাইলে ও মাদকে আসক্ত হয়ে পড়বে। খেলাধুলাকে এগিয়ে নিতে জেলা প্রশাসন সব সময় পাশে ছিল এবং আগামীতেও থাকবে।

বাগেরহাট জেলা ভলিবল দলের টিম ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, গত ৩০ বছর ধরে ভলিবল খেলা পরিচালনা করে আসছি। জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করায় আমরা দারুণ খুশি। দর্শকরাও দারুণ উপভোগ করেছেন। তরুণরা মাদকসেবনে না জড়িয়ে যেন খেলাধুলার মধ্যে থাকে সেই প্রত্যাশা করি। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ মাহাবুবুর রহমান, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমূখ

জনপ্রিয়

উখিয়ায় আমির হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে

জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে ভলিবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

প্রকাশের সময় : ১১:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে ভলিবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে বাগেরহাট জেলা স্টেডিয়ামের ইনডোরে ভলিবল খেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

বাগেরহাট জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

খুলনা ও বাগেরহাটের তিনটি ভলিবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই তিনটি দলের মধ্যে লীগ পর্যায়ে অনুষ্ঠিত ও পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দীর্ঘদিন পরে হারিয়ে যেতে বসা জনপ্রিয় ভলিবল খেলার আয়োজন করায় দর্শক ও আয়োজকরা দারুণ খুশি। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার আয়োজকদের। আর ক্রীড়ামোদি দর্শকদের দাবি এই ভলিবল খেলাটি নিয়মিত আয়োজন করা। সেটি করা গেলে এই জেলায় নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে বলে আশা তাদের।

জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, বাগেরহাট জেলায় খেলাধুলার ঐতিহ্য রয়েছে। জেলা ক্রীড়া সংস্থার লক্ষ্য একটাই ক্রীড়াঙ্গণকে এগিয়ে নেওয়া। দেশকে এগিয়ে নিতে আগামীতে বড় ভূমিকা পালন করবে তরুণ যুব সমাজ। আমরা যদি তাদের পাশে দাঁড়াতে না পারি তাহলে তারা মোবাইলে ও মাদকে আসক্ত হয়ে পড়বে। খেলাধুলাকে এগিয়ে নিতে জেলা প্রশাসন সব সময় পাশে ছিল এবং আগামীতেও থাকবে।

বাগেরহাট জেলা ভলিবল দলের টিম ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, গত ৩০ বছর ধরে ভলিবল খেলা পরিচালনা করে আসছি। জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করায় আমরা দারুণ খুশি। দর্শকরাও দারুণ উপভোগ করেছেন। তরুণরা মাদকসেবনে না জড়িয়ে যেন খেলাধুলার মধ্যে থাকে সেই প্রত্যাশা করি। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ মাহাবুবুর রহমান, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমূখ