
মো: মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ : ২২/০৭/২০২৫ ইং সিরাজগঞ্জের রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া’র) দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি মোঃ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান লিখন নির্বাচিত হয়েছেন। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরীর হলরুমে কামারখন্দ উপজেলা ফারিয়ার সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ফারিয়ার সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা ফারিয়ার সভাপতি মোঃ ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বাপ্পী তালুকদার সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকারিয়া মাসুদ সিনিয়র সহ-সভাপতি রাজশাহী বিভাগীয় ফারিয়া, মোঃ আসাদুজ্জামান লাবন, সহ: সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগীয় ফারিয়া মোঃ আব্দুল করিম অর্থ বিষয়ক সম্পাদক রাজশাহী বিভাগীয় ফারিয়া। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সন্তম্ভুনাথ দাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন, সাবেক অর্থ সম্পাদক মোঃ শরিফুল আজাদ লেবু, সিনিয়র যুগ্ম আহবায়ক উপজেলা যুবদল মোঃ হাসনাত রাবিব সুমন, সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবক দল মোঃ শেখ সোহেল আহমেদ, সদস্য সচিব উপজেলা ছাত্রদল মোঃ তানভীর ইসলাম, ৩নং জামতৈল ইউপি যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি – মোঃ রফিকুল ইসলাম, জামতৈল বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মোঃ শাজাহান, মোঃ আমিনুল ইসলাম শাহীন, চ্যানেল এইচডি পএিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও খবর সকাল বিকাল পএিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো: মোসলেম উদ্দিন সিরাজী, দৈনিক কালবেলা কামারখন্দ উপজেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম। ও উক্ত দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজ মিডিয়া ব্যক্তিত্ব এবং কামারখন্দ উপজেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন ফারিয়া সকল সদস্যের সম্মতিক্রমে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।