০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া কসবায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : ০৬:২৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • 125

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ২৩ বছরের ঐতিহ্যকে স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ ৩ জুন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন এবং সঞ্চালনা করেন কসবা-আখাউড়া এনটিভির অনলাইন প্রতিনিধি সাইদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কসবা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়, সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক শাহ পরান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা পিআইও আহম্মেদুর রহমান, বিশিষ্ট সাংবাদিক কালবেলার প্রতিনিধি লিয়াকত মাসুদ, মাই টিভির আলঙ্গীর হোসেন ও মানবাধিকার পত্রিকার প্রতিনিধি নাইমুল ইসলাম জিহাদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা এনটিভির ২৩ বছরের সাফল্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এনটিভি যেন দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয়

ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেয়ার পাশাপাশি নগদ অর্থ শুকনো খাবার ও কম্বল দেয়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া কসবায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের সময় : ০৬:২৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ২৩ বছরের ঐতিহ্যকে স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ ৩ জুন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন এবং সঞ্চালনা করেন কসবা-আখাউড়া এনটিভির অনলাইন প্রতিনিধি সাইদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কসবা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়, সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক শাহ পরান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা পিআইও আহম্মেদুর রহমান, বিশিষ্ট সাংবাদিক কালবেলার প্রতিনিধি লিয়াকত মাসুদ, মাই টিভির আলঙ্গীর হোসেন ও মানবাধিকার পত্রিকার প্রতিনিধি নাইমুল ইসলাম জিহাদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা এনটিভির ২৩ বছরের সাফল্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এনটিভি যেন দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে—এই প্রত্যাশা ব্যক্ত করেন।