
ডেক্স নিউজ
কুমিল্লার বুড়িচংয়ে পানিতে ডুবে ইনান নামের ৩০ মাস বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১ জুলাই ২০২৫) দুপুরে উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর বেলবাড়ী পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু ইনান ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।মিজানুর রহমান কুমিল্লায় একটি ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকুরি করেন।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা সাগর ও ইউপি সদস্য মানিক মিয়া।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশু ইনান খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তার মৃত লাশ উদ্ধার করে। শিশুর মৃত্যুতে পিতা-মাতা,আত্মীয় – স্বজন ও এলাকায় শোকের মাতম চলছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, শিশুটির মৃত্যুর খবর আমি এই মাত্র শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুর মৃত্যুর কারণ জানা হবে- নিহত শিশু ইনান ও পিতা মিজানুর রহমান।