০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

বুড়িচংয়ে আধুনিক কৃষি ব্যবস্থাপনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১১:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • 20

 

কাজী খোরশেদ আলম

কুমিল্লার বুড়িচংয়ে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, বিষমুক্ত খাদ্য উৎপাদন ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৫ জুন ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের কনফারেন্স কক্ষে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

২০২৪-২৫ অর্থবছরের পার্টনার প্রোগ্রামের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ও টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ আফরিণা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইউব মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মো. সারোয়ার জামান, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, কুমিল্লা খামারবাড়ি অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আনোয়ারুল ইসলাম জুয়েল, বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আতিকুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

দিনব্যাপী আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কংগ্রেসে পার্টনার প্রোগ্রামের পটভূমি, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। আলোচিত বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- ফার্মারস সার্ভিস সেন্টারে রূপান্তর, সঞ্চয় ও হিসাব সংরক্ষণ, ব্যাংক হিসাব খোলা ও নিয়মিত সভা, নথি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন, আয়বর্ধক কার্যক্রম, নিরাপদ ও লাভজনক ফসল উৎপাদন।

আয়োজকেরা জানান, এই কংগ্রেসের মাধ্যমে অংশীদার কৃষকদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনগুলোর কার্যকারিতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

জনপ্রিয়

কুমিল্লার বিশ্বরোডে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান

বুড়িচংয়ে আধুনিক কৃষি ব্যবস্থাপনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

 

কাজী খোরশেদ আলম

কুমিল্লার বুড়িচংয়ে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, বিষমুক্ত খাদ্য উৎপাদন ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৫ জুন ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের কনফারেন্স কক্ষে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

২০২৪-২৫ অর্থবছরের পার্টনার প্রোগ্রামের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ও টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ আফরিণা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইউব মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মো. সারোয়ার জামান, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, কুমিল্লা খামারবাড়ি অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আনোয়ারুল ইসলাম জুয়েল, বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আতিকুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

দিনব্যাপী আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কংগ্রেসে পার্টনার প্রোগ্রামের পটভূমি, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। আলোচিত বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- ফার্মারস সার্ভিস সেন্টারে রূপান্তর, সঞ্চয় ও হিসাব সংরক্ষণ, ব্যাংক হিসাব খোলা ও নিয়মিত সভা, নথি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন, আয়বর্ধক কার্যক্রম, নিরাপদ ও লাভজনক ফসল উৎপাদন।

আয়োজকেরা জানান, এই কংগ্রেসের মাধ্যমে অংশীদার কৃষকদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনগুলোর কার্যকারিতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।