
মো: মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ : ২৩/০৭/২০২৫ ইং
সিরাজগঞ্জে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার শেষ সীমানা অর্থাৎ উল্লাপাড়া উপজেলার দুর্গনগর ইউনিয়নের জুংলীপুর নামক এলাকায় জোড়া ব্রিজে তেলভর্তি ট্যাংকলরীর চাকা বাষ্ট হয়ে ঘটনাস্থলেই চালক সোহাগ (৪৫) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে (২৩ জুলাই ) বুধবার বিকেল ৪ ঘটিকার সময়। গাড়ির হেলপাড় মিজানুর রহমান (৬৫) জানান, বাঘাবাড়ি থেকে তেল নিয়ে বগুড়া- যাচ্ছিলাম এ সময়ে জুংলীপুর নামক স্থানে গাড়ীর চাকা বাষ্ট হয়ে ব্রিজের উপর তেলভর্তি গাড়ী উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হয়। তবে আমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি তিনি সুস্থ রয়েছে। নিহতের বাড়ি বগুড়া জেলার ধামরাইল বলে জানা গেছে । এদিকে গাড়ী উল্টে গেলে বগুড়া- নগরবাড়ি মহাসড়কের ঐ ঐলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী যানজট মুক্ত করে