
ইয়াসমিন আক্তার চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে ছাগলের খামারে গিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শাহিন নামের এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, শাহিন সাংবাদিকতার পরিচয়ে খামারের মালিকদের ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায়ের চেষ্টা করে আসছে।
সম্প্রতি আগ্রবাদ চৌমুহনী পানওয়ালাপাড়া এলাকায় ইসলাম নামে এক খামার মালিক এই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, শাহিন ফেসবুক লাইভে এসে ওই মালিকের বিরুদ্ধে অপবাদমূলক বক্তব্য দেন। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করেছে।
গোপন সূত্রে জানা যায়, যেসব ব্যক্তি বা ব্যবসায়ী শাহিনের দাবিকৃত অর্থ দিতে অপারগতা প্রকাশ করেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে মিথ্যা তথ্য দিয়ে অভিযান পরিচালনার ব্যবস্থা করেন তিনি। এসব কর্মকাণ্ডে সহযোগিতা করেন কিছু কতিত নামধারি সাংবাদিক
এমন কর্মকাণ্ডকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা প্রশ্ন তুলেছেন প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে অভিযান পরিচালনার জন্য প্ররোচিত করাই কি সাংবাদিকতা?
এ ঘটনায় সঠিক তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, গুটিকয়েক ব্যক্তি সাংবাদিকতার নাম ভাঙিয়ে জনগণের ক্ষতি করছে, যা পেশাদার সাংবাদিকদের জন্য অপমানজনক। প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।