
রিপোর্টর: এমরান হোসেন সোহাগ
নোয়াখালী জেলার চাটখিল বাজারের বিভিন্ন রেস্তোরাঁ,ফার্মেসী,পোল্ট্রি ও সুইটমিটস দোকানে ইউএনও এর তত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশন,মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও ট্রেড লাইসেন্সসহ অন্যান্য লাইসেন্স প্রদর্শন করতে না পারার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় পূর্বানী হোটেলকে ৪০,০০০/-, আলাউদ্দিন সুইটসকে ২০০০/-, জিসান ফার্মেসীকে ১০,০০০/- শাহ আলম পোল্ট্রীকে ২০০০/-, মোহাম্মদীয়া হোটেলকে ১৫০০০/-ও আল-আমিন সুইটসকে ৫০,০০০/-টাকাসহ মোট ১১৯০০০/- (এক লক্ষ উনিশ হাজার টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়েছে।অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ ও আনসার।চাটখিল উপজেলার দায়িত্বশীল ইউএনও জানায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে