০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভক্তিকরণ

  • প্রকাশের সময় : ১০:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 7

বুড়িচংবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন “বুড়িচং পৌরসভা” ঘোষণায় যাবতীয় কার্যক্রম বাস্তবায়ণে অক্লান্ত পরিশ্রম করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মান্যবর জনাব মোঃ নজরুল ইসলামকে বুড়িচং পৌরসভার পক্ষে থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভেচ্ছান্তে অধ্যাপক মোঃ অহিদুর রহমান শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যাক্তিত্ব

কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভক্তি ও পুনর্বিন্যাসকরণের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা-বুড়িচং, জেলা-কুমিল্লা-কে সীমানা নির্ধারণ কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি), উপজেলা- বুড়িচং, জেলা-কুমিল্লা-কে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ করা হলো। ০২। বর্ণিত অবস্থায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১৩ ও ১৬ (সংশোধনীসহ) ধারা অনুসরণ করে নিম্নোক্ত ছক মোতাবেক কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভক্তিকরণপূর্বক প্রস্তাব (সফট কপি Nikosh ফন্টে সিডিসহ) জেলা প্রশাসক, কুমিল্লা এর মাধ্যমে এ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলোঃ ছক-‘ক’ ১) পৌরসভার সাধারণ ওয়ার্ড বিভক্তিকরণ (তফসিল)।

জেলার নামঃ উপজেলার নাম (প্রযোজ্য ক্ষেত্রে) পৌরসভার নামঃ সাধারণ ওয়ার্ড নম্বর সাধারণ ওয়ার্ডভুক্ত মৌজার নাম ও জেএল নম্বর (পূর্ণ/ আংশিক উল্লেখ করতে হবে, আংশিক মৌজার ক্ষেত্রে দাগনম্বরসমূহ) সংশ্লিষ্ট মৌজার বিপরীতে সাধারণ ওয়ার্ডভুক্ত গ্রাম/পাড়া/ মহল্লার নাম (পূর্ণ/আংশিক উল্লেখ করতে হবে) د সাধারণ ওয়ার্ডের সীমানা/চৌহদ্দি (উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমের শেষ প্রান্তস্থিত রোড, গলি, মহল্লা, খাল ইত্যাদির বর্ণনা। একটি মানচিত্রে ভিন্ন রং এ ওয়ার্ড চিহ্নিত করতে হবে)

স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২” এর ৯ ধারা (১) উপ-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার উপজেলা নির্বাহী অফিসার, বুড়িচং, কুমিল্লা-কে বুড়িচং পৌরসভার প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করল। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক বুড়িচং পৌরসভার সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করবেন।

জনপ্রিয়

অমর একুশে জুলাই -শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানালেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়

কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভক্তিকরণ

প্রকাশের সময় : ১০:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

বুড়িচংবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন “বুড়িচং পৌরসভা” ঘোষণায় যাবতীয় কার্যক্রম বাস্তবায়ণে অক্লান্ত পরিশ্রম করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মান্যবর জনাব মোঃ নজরুল ইসলামকে বুড়িচং পৌরসভার পক্ষে থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভেচ্ছান্তে অধ্যাপক মোঃ অহিদুর রহমান শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যাক্তিত্ব

কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভক্তি ও পুনর্বিন্যাসকরণের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা-বুড়িচং, জেলা-কুমিল্লা-কে সীমানা নির্ধারণ কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি), উপজেলা- বুড়িচং, জেলা-কুমিল্লা-কে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ করা হলো। ০২। বর্ণিত অবস্থায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১৩ ও ১৬ (সংশোধনীসহ) ধারা অনুসরণ করে নিম্নোক্ত ছক মোতাবেক কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভক্তিকরণপূর্বক প্রস্তাব (সফট কপি Nikosh ফন্টে সিডিসহ) জেলা প্রশাসক, কুমিল্লা এর মাধ্যমে এ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলোঃ ছক-‘ক’ ১) পৌরসভার সাধারণ ওয়ার্ড বিভক্তিকরণ (তফসিল)।

জেলার নামঃ উপজেলার নাম (প্রযোজ্য ক্ষেত্রে) পৌরসভার নামঃ সাধারণ ওয়ার্ড নম্বর সাধারণ ওয়ার্ডভুক্ত মৌজার নাম ও জেএল নম্বর (পূর্ণ/ আংশিক উল্লেখ করতে হবে, আংশিক মৌজার ক্ষেত্রে দাগনম্বরসমূহ) সংশ্লিষ্ট মৌজার বিপরীতে সাধারণ ওয়ার্ডভুক্ত গ্রাম/পাড়া/ মহল্লার নাম (পূর্ণ/আংশিক উল্লেখ করতে হবে) د সাধারণ ওয়ার্ডের সীমানা/চৌহদ্দি (উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমের শেষ প্রান্তস্থিত রোড, গলি, মহল্লা, খাল ইত্যাদির বর্ণনা। একটি মানচিত্রে ভিন্ন রং এ ওয়ার্ড চিহ্নিত করতে হবে)

স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২” এর ৯ ধারা (১) উপ-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার উপজেলা নির্বাহী অফিসার, বুড়িচং, কুমিল্লা-কে বুড়িচং পৌরসভার প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করল। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক বুড়িচং পৌরসভার সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করবেন।