
১৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৬২ হাজার টাকা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে যৌথ বাহিনীর সদস্যরাও অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে মোট ১৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
এর মধ্যে ছিল ০৭টি বাস, ০১টি ট্রাক, ০৫টি মোটরসাইকেল ও ০১টি লরি। তল্লাশি কার্যক্রমে এসব যানবাহনের সঠিক কাগজপত্র না থাকা, নিয়ম ভঙ্গ ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোট ৬২,০০০ টাকা (বাষট্টি হাজার) জরিমানা আদায় করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষা ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-আদর্শ সদর আর্মি ক্যাম্প, কুমিল্লা