
গণমাধ্যমকর্মীরা দায়িত্ব পালন করতে গেলে তাদের দিকে তেড়ে আসার ঘটনা ঘটেছে। প্রশ্ন হচ্ছে সংঘর্ষ করবেন আপনারা, আর ফুটেজ নিলে সাংবাদিকদের উপর চড়াও হবেন? এটা কি নতুন ধরনের কোনো রাজনৈতিক বন্দোবস্ত?
ছাত্র বা যে-ই হোক, সাংবাদিকদের বাধ্য করে ফুটেজ না নেওয়ার চেষ্টা কি কারো এখতিয়ার? যখন একজন সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালন করছেন, তখন তাকে বাধা দেওয়া বা আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিশেষ করে ‘যায়যায়দিন’-এর মাসুম ভাই গলায় পরিচয়পত্র ঝুলিয়ে দায়িত্ব পালন করছিলেন। ঠিক সেই সময় এক পুলিশ সদস্য তাকে ধাক্কা দেয়,মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন। এমন আচরণও অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।
ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের আচরণের পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।