সেলিম মাহবুব,ছাতকঃ
জগন্নাথপুর থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সেকেল(৫০) ও ফাহিম (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই মোঃ আল আমিন (চার্জ-ইনচার্জ) এর নেতৃত্বে এসআই দিপংকর হালদার,
এসআই রিফাত সিকদার, মোঃ হাদী আব্দুল্লাহ, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার ও এএসআই জমির উদ্দিন সহ সংঙ্গীয় পুলিশ ফোর্স ১৮ জুলাই এক গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর থানার বাগময়না গ্রাম নিবাসী মৃত আব্দুল মছব্বিরের পুত্র সিআর- ১২৪/২৫ (জগন্নাথপুর) মামলায় আদালত কর্তৃক পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুল হাই ওরফে (সেকেল) (৫০)
ও একই গ্রামের আব্দুল হাই'র পুত্র এই মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী আমির হোসেন ফাহিম (২৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৯ জুলাই সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত