নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম
অদ্য ১৭/০৭/২০২৫ খ্রিঃ ভোর অনুমান ৪.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় অস্ত্র ব্যবসায়ী আনোয়ারা থানাধীন বরুমচড়া এলাকায় জনৈক মোঃ আব্দুল মজিদ এর বাড়িতে অস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে জনাব মোহাম্মদ মনির হোসেন, অফিসার ইনচার্জ আনোয়ারা থানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৭/০৭/২০২৫ খ্রিঃ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় আব্দুল মজিদ এর বাড়িতে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে তার বসত ঘর সংলগ্ন পুকুরের পাকা ঘটলার পাশে মাটিতে পুতে রাখা ১। ১টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ২। ১টি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী এলজি , ৩। ৮ রাউন্ড কার্তুজ, নগদ টাকা সহ উদ্ধার করে উক্ত ঘটনায় জড়িত আসামী মোঃ আব্দুল মজিদ, পিতা-মৃত হাজী মুসলিম আহমদ চৌধুরী, সাং-বরুমচড়া, ১নং ওয়ার্ড, থানা-আনোয়ারা, থেকে গ্রেফতার করা হয়,
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত