মো: মোসলেম উদ্দিন সিরাজী-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ : ১৫/০৭/২০২৫ ইং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১ নং কায়েমপু ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত্যু হাবিবুর রহমানের ছেলে মো: মশিউর রহমান (লিখন) রাজশাহী বিভাগ ফারিয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গত ১৩ ই জুলাই ২০২৫ ইং তারিখে। এ বিষয়ে মো: মশিউর রহমান (লিখন) এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল এইচডি পত্রিকা , খবর সকাল বিকাল পএিকা , দৈনিক মানবাধিকার ক্রাইম পত্রিকা , সত্যার কন্ঠস্বর পত্রিকা , কণ্ঠস্বর টিভি পত্রিকা , ও বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার সোসাইটি পএিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো: মোসলেম উদ্দিন সিরাজী কে বলেন আমি ২০১৭ সাল থেকে এই ফারিয়ার সাথে যুক্ত আছি ,আলহামদুলিল্লাহ বর্তমানে আমাকে রাজশাহী বিভাগের ফারিয়ায় যুগ্ন সাধারন সম্পাদক পদে নির্বাচিত করায় বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সুযোগ্য আহব্বায়ক প্রিয় বড় ভাই হাবিবুর রহমান হাবিব কে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এ বিষয়ে তার নিজের এলাকার বেশ কিছু ব্যক্তিবর্গের সাথে তার এ নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে এক বাক্যে বলেন আমাদের গ্রামের ছেলে সন্তান আমাদের গর্ব আমাদের গ্রামের গর্ব তথাপি গোটা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাবাসীর গর্ব বলে মনে করি।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত