
তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (১৪ জুলাই) বিকালে রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি কাবির হাওলাদারের মোড়ে এই আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা আলহাজ্ব আশরাফ ঢালীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. হানিফ শিকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, বিট পুলিশ অফিসার মুজিবুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে বাগেরহাট কামিল আলিয়া মাদ্রাসার সহ: অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ আঃ জব্বার, স্থানীয় বিএনপি নেতা শেখ আল মাহমুদ দিপু, হাও: হুমায়ূন কবির, আলী আকবর, আনোয়ার শেখ, আত্তাব মোল্লা, হাও: আঃ হালিম হাও: বাবু’সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং সুশীল সমাজের জনপ্রতিনিধিরা এ সময় তাদের মতামত প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. হানিফ শিকদার বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি। পুলিশ আপনাদের বিপদের বন্ধু, তাই আপনারা কোন সমস্যার সম্মুখীন হলে অবশ্যই পুলিশের শরণাপন্ন হবেন।
আগত জনসাধারণদের উদ্দেশ্য করে বলেন, গভীর রাতে কোন পিকআপ ভ্যান রাস্তায় চলাচল করতে দেখলে তাদেরকে আটক করে আমাদেরকে জানাবেন। আপনারা রাস্তায় বেরিকেট দিয়ে দলে দলে বিভক্ত হয়ে পাহারাই থাকবেন। কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে আমাদের জানাবেন, আমরা অবশ্যই আপনাদের ডাকে সাড়া দেবো। আপনারা যদি সচেতন হন তাহলে আপনাদের জানমাল নিরাপদ থাকবে।
তিনি আরো বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। যাতে চোর চক্র গভীর রাতে এলাকায় প্রবেশ করতে না পারে